দেশকে নেতৃত্ব দেবে বাংলা, রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ নতুন রাজ্যপাল

রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম অনুষ্ঠানিক ভাষণ। আর তাতেই বাংলার ভূয়সী প্রশংসা করলেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার একটি বক্তৃতায় বোস বলেন, বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত এবং একই সঙ্গে দেশকে পথ দেখাবে বাংলা। একই সঙ্গে আরও অনেক ক্ষেত্রেই রাজ্যের প্রশংসা করেন রাজ্যপাল। 

বৃহস্পতিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে ছিলেন সিভি আনন্দ বোস। সেখানেই বক্তৃতা রাখতে উঠে একাধিক বিষয়ে রাজ্যের প্রশংসা করেন তিনি। রাজ্যপাল বোস বলেন, বাংলার ইতিহাস অত্যন্ত গৌরবময়। রাজ্যের ভবিষৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের ওপরে। 

জগদীপ ধনখড়ের জামান দেখেছে রাজ্যের রাজনৈতিক মহল। স্বাভাবিক কারণেই নতুন রাজ্যপালের বক্তৃতা ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সান্তনু সেন। রাজ্যপালের বক্তব্যকে তিনি স্বাগত জানিয়েছেন। তবে এই রাজ্যপাল শুরু থেকেই বলে এসেছেন তিনি সব রকমের সহযোগিতা করবেন। এদিনের বক্তব্যের পর অনেকেই বলছেন, ধনখড় জামানা এখন অতীত। নবান্নের সঙ্গে রাজভবনে সম্পর্ক মসৃণ পথে হাঁটবে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত। 

Comments are closed.