বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ, আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রার পারদ

ভোরের দিকে শীত শীত ভাব হলেও আগামী কয়েকদিন ফের বাড়বে তাপমাত্রার পারদ। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। এর ফলে ফের বাড়বে তাপমাত্রা। কমে যাবে এই শীত শীত ভাব।

হাওয়া অফিস আরও জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়েই প্রবেশ করেছে ঠান্ডা হাওয়া। এরফলে বৃহস্পতিবার বজায় রয়েছে শীত শীত ভাব। এদিন সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার অর্থাৎ ৯ তারিখ, ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়বে তাপমাত্রার পারদ। তবে নিম্নচাপের জেরে বৃষ্টি হবে কিনা এই প্রশ্নে হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

তবে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে পাকাপাকিভাবে শীত পড়বে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঝড়ের নাম দেওয়া হয়েছে মান্দাস। এই ঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।

Comments are closed.