মুখরো সংঘর্ষে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য
অসম-মেঘালয় সীমানায় গুলির লড়াইয়ের ঘটনায় মৃত্যু হয়েছিল ৬ জনের। এই ঘটনায় সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শান্তির জন্য তিনি দুই রাজ্যকেই আবেদন করেছিলেন। এবার শিলং সফরের দ্বিতীয় দিনে তিনি দেখা করলেন নিহতদের পরিবারের সঙ্গে। নিহতদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন ৫ লক্ষ টাকার চেক। প্রত্যেক পরিবারের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। নিহতদের পরিবারের সদস্যদের কপালে দিলেন স্নেহের চুম্বন। সেই কথা জানানো হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে।
We stand in solidarity with the victims of Mukroh tragedy!
Hon’ble Chairperson @MamataOfficial and National Gen Secy @abhishekaitc met the families of victims & gave them cheques of ₹5 lakhs as an ex-gratia support.
We promise to keep fighting for justice! pic.twitter.com/SqBq7jhgvD
— All India Trinamool Congress (@AITCofficial) December 13, 2022
গত মাসে ভোরবেলায় মেঘালয় সীমানায় একটি কাঠবোঝাই ট্রাক আটকায় অসমের বন দফতরের রক্ষীরা। সেইসময় ট্রাক নিয়ে চালক পালাতে গেলে গুলি চালান বন দফতরের কর্মীরা। ট্রাকের টায়ারে গুলি চালিয়ে ট্রাক আটক করা হয়। ট্রাকের চালক, খালাসি এবং আরও এক জন আটক করা হয়। নিকটবর্তী থানায় খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছানোর আগেই আটকদের ছেড়ে দেওয়ার দাবিতে মুখরো গ্রামের দিকে আসতে থাকে মেঘালয়ের মানুষ। বনকর্মী ও পুলিশকর্মীদের ঘেরাও করা হয়। গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। পাল্টা গুলিও চালানো হয়। এই ঘটনায় মৃত্যু হয় মেঘালয়ের বাসিন্দা, এক বন দফতরের কর্মী সহ মোট ৬ জনের। অসম থেকে মেঘালয়ে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
এই ঘটনায় এর আগেই প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দ্রুত শান্তি ফেরানোর আর্জি জানিয়েছিলেন তিনি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন তিনি।
Comments are closed.