শীতের হালকা ইনিংস শুরু হতে না হতেই থেমে গেল, বাড়ল তাপমাত্রা

শীতের হালকা ইনিংস শুরু হতে না হতেই থেকে গেল। কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি নেমে যাওয়ার পরেও ফের বেড়ে গেল তাপমাত্রা। রবিবার তাপমাত্রা বেড়ে যায় খানিকটা। এরপর সোমবার ফের বাড়ে তাপমাত্রা। মঙ্গলবার থেকে আরও ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। বুধ-বৃহস্পতি বার পর্যন্ত শীতেই আমেজ সেইভাবে থাকবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও বেড়েছে তাপমাত্রার পারদ। আসানসোলে তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা বেড়ে হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর তাপমাত্রা বেড়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় বেড়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে বেড়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে তাপমাত্রা কমেছিল ৬ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা বেড়ে হয়েছে ৮.০ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।

Comments are closed.