সম্প্রতি সকরারি স্কুলগুলোতে একাংশের শিক্ষকদের ভূমিকা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। শিক্ষক বদলি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।
স্কুলগুলো কবে থেকে খুলছে, নতুন শিক্ষাবর্ষে কবে ক্লাস শুরু হবে? সম্প্রতি সে সংক্রান্ত একাডেমিক ক্যালেন্ডার নির্দেশিকা আকারে প্রকাশ করেছে পর্ষদ। সেখানে পড়ুয়াদের ছুটির তালিকা যেমন দেওয়া হয়েছে, পাশপাশি তাৎপর্যপূর্ণ ভাবে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব নিয়েও একগুচ্ছ নির্দেশ রয়েছে তাতে।
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী, সকাল ১০.৪০ মিনিটে স্কুলে প্রার্থনা শুরু করতে হবে। প্রার্থনার জন্য ১০ মিনিট বরাদ্দ করা থাকবে। নির্দেশে সাফ বলা হয়েছে, সকাল ১০.৪০ এর মধ্যে শিক্ষকদের স্কুলে আসতে হবে। ১০.৫০-এর পর এলে তা লেট মার্ক হিসেবে বিবেচিত হবে। কোনও শিক্ষক,শিক্ষিকা বা নন টিচিং স্টাফ ১১.৫-এর পর স্কুলে ঢুকলে তা অনুপস্থিত হিসেবে ধরা হবে।
এছাড়াও ক্লাসের ভিতরে শিক্ষক,শিক্ষিকাদের আচরণ নিয়েও একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে। যেখানে বলা আছে, ক্লাস চলাকালীন শিক্ষকরা ফোনে কথা বলতে পারবেন না। ক্লাসে ফোন ব্যবহার করতে গেলে প্রধান শিক্ষকের লিখিত অনুমতি নিতে হবে। পাশপাশি শিক্ষক, শিক্ষিকারা কোনও রকমের ব্যবসা বা আর্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। প্রাইভেট কোচিং-এর ওপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
Comments are closed.