চলতি সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সপ্তাহ শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
বছরের শেষে তাপমাত্রার পারদ নেমে যায় ১৩ ডিগ্রির নীচে। বছরের শুরুতে ফের চড়তে শুরু করে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি নীচে থাকবে। পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে। তবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস এমনটাই জানিয়েছে।
বাংলার পাশাপাশি আগামী ২ থেকে ৩ দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। মধ্য ভারতের কিছু রাজ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে। তবে পূর্ব ভারতে একই রকম পরিস্থিতি বজায় থাকবে আগামী তিনদিন। ঘন কুয়াশা থাকবে রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং বিহারে।
Comments are closed.