৫ বছরে রেকর্ড পতন, কলকাতার তাপমাত্রা নামলো ১০ এর ঘরে

কলকাতায় রেকর্ড পারদ পতন। তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা নেমেছিল ১২.৭ ডিগ্রিতে। শুক্রবার আরও ২ ডিগ্রি নেমে গেল তাপমাত্রা।

আরও কয়েকদিন তাপমাত্রার পতন জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জাঁকিয়ে শীত পড়েছে জেলাগুলিতে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে ৬-৭ ডিগ্রিতে। দার্জিলিংয়ে তাপমাত্রা ১ ডিগ্রি। বৃহস্পতিবার বর্ধমানে তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা কমে হয়েছে ৭ ডিগ্রি। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, ঝাড়খন্ড ও বিহার সংলগ্ন জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখা দিয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রি বা তার নীচে।

রবিবারেও জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে। এরপর তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোম ও মঙ্গলবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রার পারদ। কিন্তু, এই সপাহে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন বাংলার বাসিন্দারা বলেই জানিয়েছে হাওয়া অফিস। আর আগামী সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা বাড়লেও সপ্তাহ শেষেই ফের জাঁকিয়ে শীত আসবে বলে জানিয়েছেন আবহবিদরা।

Comments are closed.