১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন বিলাসবহুল প্রমোদতরী গঙ্গাবিলাস। বারাণসী থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে গঙ্গাবিলাস। কিন্তু যাত্রা শুরুর তিন দিনের মাথাতেই মাঝগঙ্গায় আটকে গেল গঙ্গাবিলাস। শেষে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ছোট নৌকো করে পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
জানা গিয়েছে, সোমবার যাত্রীদের বিহারের চিরান্দ প্রত্নক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য গঙ্গার তীর বরাবর আসছিল গঙ্গাবিলাসটি। সেই সময় ডোরিগঞ্জ এলাকার কাছে পলিতে আটকে যায় ক্রুজটি। দীর্ঘক্ষণ চেষ্টা করেও ক্রুজটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। শেষমেশ বিপর্যয় মোকাবিলা বাহিনীর ছোট ছোট নৌক করে পর্যটকদের গন্তব্যে নিয়ে যাওয়া হয়।
উদ্বোধনের আগে থেকেই প্রমোদতরীটিকে নিয়ে পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। দু’বছরের অগ্রিম বুকিংও হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ৫১ দিনের যাত্রাপথে মোট ২৭টি নদী পেরিয়ে ৫০টি পর্যটনস্থলে যাবে গঙ্গাবিলাস। যাত্রাপথে ঐতিহাসিক স্থাপত্য, ধর্মীয় স্থান সহ একগুচ্ছ বিখ্যাত পর্যটনক্ষেত্র রয়েছে। ৫১ দিনের এই যাত্রাপথ বেশ খরচ সাপেক্ষও। ক্রুজটিতে একদিন কাটাতে যাত্রীদের দিতে হবে ৫০ হাজার টাকা। স্বাভাবিক ভাবেই খরচ সাপেক্ষ এই ক্রুজের মাঝ গঙ্গায় আটকে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও গঙ্গাবিলাসের কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, মাঝ গঙ্গায় ক্রুজ আটকে গেলেও যাত্রীদের কোনও রকমের অসুবিধা হয়নি।
Comments are closed.