উষ্ণতম মকর সংক্রান্তি দেখার পর সামান্য কমেছে তাপমাত্রার পারদ। কিন্তু সেইভাবে কনকনে শীতের দেখা এখন মিলবে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। সেই কারণে পূর্ব ভারতের ঝাড়খণ্ড, বিহারের কনকনে ঠান্ডা হাওয়ার সঙ্গে সংঘাতে তৈরি হচ্ছে আঞ্চলিক মেঘ পুঞ্জ। সেই কারণেই এই অকাল বৃষ্টিপাত বলে মনে করা হচ্ছে। বুধবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। পূর্ব ভারতের ঝাড়খণ্ড, বিহারের কনকনে ঠান্ডা হাওয়ার সঙ্গে সংঘাতে তৈরি হচ্ছে আঞ্চলিক মেঘ পুঞ্জ। সেই কারণেই এই অকাল বৃষ্টিপাত বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা শুষ্ক থাকবে।
Comments are closed.