মকর সংক্রান্তিতে কার্যত শীত উধাও থাকলেও রাজ্যে ফের শীতের আমেজ ফিরেছে। মূলত বৃষ্টির হাত ধরেই তা হয়েছে বলে হাওয়া অফিস জানাচ্ছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বুধবারও রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভবনা থাকছে। পাশাপাশি কলকাতা সহ বাকি জেলাগুলোতেও সারাদিন মেঘলা আকাশ থাকবে।
বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প তৈরি হয়েছে। যেখান থেকেই বৃষ্টির সম্ভবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পঙের তুলনামূলক উঁচু জায়গাগুলোতে বৃষ্টির সম্ভবনা রয়েছে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি হলেও বৃষ্টির জেরে বেশ কিছুটা শীতের অনুভব হচ্ছে। এদিকে ঠান্ডা কিছুটা ছন্দে ফেরায়, খুশি শীত প্রেমীরাও। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন হবে না। অর্থাৎ জাঁকিয়ে শীত না পড়লেও ঠান্ডা থাকবে। তবে বেলা বাড়লে কুয়াশা অনেকটা কাটবে বলেই জানানো হয়েছে।
Comments are closed.