অবশেষে বদলে গেল মাধ্যমিক পরীক্ষার সূচি। সাগরদীঘিতে উপনির্বাচনের জেরে মাধ্যমিকের ইতিহা পরীক্ষার দিন বদল করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ইতিহাস পরীক্ষা হবে ১ মার্চ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানায় মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, একটি পরীক্ষার দিন বদল হলেও পরীক্ষার স্থান ও সময় অপরিবর্তিত থাকছে। অপরিবর্তিত থাকছে বাকি পরীক্ষার দিনগুলিও।
বুধবার জানা যায়, সাগরদিঘীতে উপনির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। আর সেইদিনই এইবছর মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন ছিল। নির্বাচন কমিশনের এই ঘোষণার পরই চিন্তায় পড়ে যান সাগরদিঘী কেন্দ্রের মাধ্যমিক পরীক্ষার্থীরা। উপনির্বাচনের দিন কীভাবে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার্থীরা, সেই নিয়ে চিন্তা শুরু হয় মধ্যশিক্ষা পর্ষদেরও। মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ।
প্রসঙ্গত গত ২৯ ডিসেম্বর মৃত্যু হয় মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক রাজ্যের খাদ্যপ্রক্রিয়াকরণ এবং উদ্যান প্রতিপালন দফতরের মন্ত্রী সুব্রত সাহার। বুধবার নির্বাচন কমিশন ঘোষণা করে আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন হবে।
Comments are closed.