নজরে পঞ্চায়েত এবং লোকসভা! ফেব্রুয়ারিতেই রাজ্যে আসছেন অমিত শাহ 

মাঝে আর কয়েকটা মাস। তারপরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এবং বছর ঘুরলেই লোকসভা। তার আগেই ফের একবার রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির অন্দর সূত্রে তেমনটাই খবর। জানা গিয়েছে, সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই রাজ্য সফরে আসছেন অমিত শাহ। তারিখ নিয়ে রাজ্য বিজেপির তরফে এখনও প্রকাশ্যে কিছু জানানো হয়নি। তবে পদ্ম শিবির সূত্রে খবর, ফেব্রুয়ারির ১১ তারিখ রাজ্যে আসবেন তিনি। 

জানা গিয়েছে, রাজ্যে জোড়া জনসভা করবেন অমিত শাহ। প্রথম সভাটি করার কথা বীরভূমে। সেখান থেকে তিনি আরামবাগে যাবেন। সেখানেও একটি জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। এছাড়াও রাজ্য বিজেপির শীর্ষ স্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তাঁর। 

অনুব্রত মণ্ডল জেলে রয়েছেন। তার মধ্যেই বোলপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বোলপুরের ডাকবাংলো মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর পাল্টা সভা হিসেবে বীরভূম থেকেই লোকসভা ভোটের লড়াইয়ে মাঠে নামতে চাইছে বিজেপি। কার্যত যার সূচনা হবে অমিত শাহের সভা দিয়ে। এই অবস্থা বীরভূমের জনসভা থেকে অমিত শাহ কী বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।    

Comments are closed.