ভারতীয় সেনার মহিলা অফিসারকে জড়িয়ে ধরেছেন তুরস্কের এক মহিলা, নেট মাধ্যমে সাড়া ফেলেছে এই ছবি

বেড়েই চলেছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী ভূমিকম্প বিধ্বস্ত দুই দেশে মৃতের সংখ্যা ২১ হাজার পেরিয়ে গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছে  দুই দেশের প্রশাসন। এই অবস্থায় নেট মাধ্যমে সকলের মন কেড়েছে একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, ভারতীয় সেনার এক মহিলা অফিসারকে জড়িয়ে ধরেছেন একজন তুরস্কের মহিলা। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী নিয়ে পৌঁছেছেন ভারতীয় সেনা। সেনার ওই মহিলা অফিসারকে কৃতজ্ঞতায় জড়িয়ে ধরেছেন তুরস্কের বাসিন্দা এক মহিলা৷ এই ছবি টুইট করেছে ভারতীয় সেনাও৷

ভূমিকম্পের পর পড়ে থাকা ধ্বংসস্তুপে চাপা রয়েছে শয়ে শয়ে মৃতদেহ। কেউ বা ধ্বংসস্তুপের নীচে শুনতে পাচ্ছেন সন্তানের কান্নার শব্দ। আবার কেউ পরিবারের সদস্যদের হারিয়ে একা হাসপাতালে শুয়ে রয়েছে। হাসপাতালগুলিতে মৃতদেহ জমে রয়েছে। তুরস্কে ভূমিকম্পের পর ইউরোপের দেশটির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তুরস্কে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পাঠানোর পাশাপাশি চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতীয় সেনার একটি দলও পৌঁছেছে৷ আহতদের চিকিৎসায় একটি অস্থায়ী হাসপাতালও তৈরি করে আহতদের চিকিৎসা চলছে৷ এইসবের মধ্যেও এই ছবি দেখে চোখে জল ফেলেছেন নেট দুনিয়ার মানুষ।

 

Comments are closed.