ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে চলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে ২৫ ফেব্রুয়ারি ও ৪ মার্চ, ১৮ মার্চ এবং ২৫ মার্চ শনিবারগুলিতে অতিরিক্ত মেট্রো চলবে।
এমনকি দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমবে। পরীক্ষা শুরুর সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা অবধি অতিরিক্ত দুজোড়া মেট্রো চলবে। অন্যদিকে পরীক্ষা শেষের সময় দুপুর ৩ টে থেকে ৫ টা পর্যন্ত চলবে অতিরিক্ত ২ জোড়া ট্রেন। পাশাপাশি সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ৫ থেকে ৬ মিনিট অন্তর চলবে ট্রেন। যদিও ইস্ট–ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে কিনা জানা যায়নি।
উল্লেখ্য, এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। শেষ হবে মার্চ মাসের ৪ তারিখ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে। শেষ হবে ২৭ মার্চ।
উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি (সোমবার) সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সঙ্গে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন মিলে যাওয়ায় আগামী ১ মার্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা নেওয়া হবে।
Comments are closed.