আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে আই পি এল। আর আইপিএলের উদ্বোধনে গান গাইবেন অরিজিৎ সিংহ। ৩১ মার্চ শুরু হচ্ছে এই বছরের আই পি এল। এবারও ১০ দলের টুর্নামেন্ট হতে চলেছে। এইবারে আই পি এলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটানস ও চারবারের জয়ী দল চেন্নাই সুপার কিংস। গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ম্যাচটি। ম্যাচ শুরুর আগে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গান গাইবেন অরিজিৎ সিংহ।
উল্লেখ্য, গতবছর মুম্বই, পুণে ও আহমেদাবাদে আই পি এলের আসর বসেছিল। এই বছর হোম অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে। দেশের মোট ১২ টি স্টেডিয়ামে আই পি এলের ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশ নেওয়া ১০ টি দলকে দুইভাগে ভাগ করা হয়েছে। টানা ৫২ দিন ধরে চলবে এইবারের আই পি এল। সব কিছু ঠিকঠাক থাকলে এইবারের আই পি এলের উদ্বোধনী ম্যাচে গান গাইবেন অরিজিৎ সিংহ। বাংলার এই গায়কই এবার আই পি এলের অন্যতম আকর্ষণ হতে চলেছে।
প্রতি বছর আই পি এলের উদ্বোধন ও সমাপ্তি ম্যাচে অংশ নেন বলিউডের তারকারা। এবার সেই তালিকায় যোগ হবে অরিজিৎ সিংহের নাম। কয়েকদিন আগেও কলকাতায় অনুষ্ঠান করেছেন অরিজিৎ সিংহ। তাঁর গান শোনার জন্য উপচে পড়েছিল ভিড়।
Comments are closed.