দিনের বেলায় ভ্যাপসা গরমে জেরবার, মার্চেই রেকর্ড ছুঁতে পারে তাপমাত্রা; আর কী জানাল হাওয়া অফিস 

আবহাওয়াবীদদের একাংশের মতে মার্চ মাসেই রেকর্ড গরম পড়বে রাজ্যে। ফেব্রুয়ারি শেষ হতে না হতেই ভ্যাপসা গরমে জেরবার রাজ্যবাসী। কার্যত পুরোদমে গরম পড়ে গিয়েছে শহরে। ভোরের দিকে খুব সামান্য পরিমাণ শীতের আমেজ থাকলেও সারাদিনই কার্যত গুমোট গরম রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দিন কয়েক আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। তবে বেশিরভাগ সময়টাই রোদ ঝলমলে আকাশ থাকবে। যদিও আগামী সপ্তাহেও বৃষ্টির তেমন কোনও সম্ভবনা নেই বলেই খবর।

তবে গরম নিয়ে আশঙ্কার খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং পাশ্ববর্তী জেলাগুলোতে মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। তাপমাত্রা বৃদ্ধির নিরিখে যা কার্যত রেকর্ড গড়তে পারে। এখন থেকেই বাড়তি গরমে নিজেদের সুস্থ রাখতে প্রয়োজনীয় কিছু পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এদিকে সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের তুলনায় যা কিছুটা বেশি। রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই ক’দিন  সর্বচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে।

Comments are closed.