গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে ‘অঙ্গভঙ্গির’ কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। বিশ্বকাপ মিটে গেলেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। সেই মার্টিনেজই ফের একবার খবরের শিরনামে। তবে এবারে সম্পূর্ণ অন্য কারণে। ফিফার বর্ষ সেরা পুরস্কার হাতে আর্জেন্টিনার গোলরক্ষক কিছু কথা বলেছেন, যা মুহূর্তে নেট পাড়ায় ভাইরাল। ফুটবল প্রেমীদের অনেকেই বলেছেন, এ যেন এক্কেবারে অন্য মার্টিনেজ। এঁকে এতদিন দেখা যায়নি।
ফিফার পুরস্কার মঞ্চে মার্টিনেজের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর আদর্শ কে? আর এর উত্তরেই ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছেন মেসিদের প্রিয় ডিবু। মার্টিনেজ বলেন, আমায় সবসময় এই প্রশ্নটা করা হয়, আমার আদর্শ কে? আমি ছোট থেকে কাদের মতো হতে চেয়েছি। এরপর চোখে জল নিয়ে বলেন, আমি ছোট থেকে আমার মা-বাবাকে দেখে বড় হয়েছি। আমার মা দিনে আট থেকে নয় ঘন্টা বাড়ি পরিষ্কারের কাজ করতেন। আর আমার বাবাও কঠোর পরিশ্রম করে আমায় বড় করেছেন। আমার কাছে আদর্শ এঁরাই। আর মার্টিনেজের এই উত্তর শুনে, দর্শকদের অনেককেও দেখা যায় চোখের জল মুছতে।
প্রসঙ্গত, এবারে ফিফার বর্ষসেরা পুরস্কার মঞ্চেও কার্যত আর্জেন্টিনার জয়জয়কার ছিল। ফিফার বেস্ট প্লেয়ার খেতাব জয়ী হয়েছেন লিওনেল মেসি, বেস্ট কোচও হয়েছেন আর্জেন্টিনার কোচ এমনকী সেরা সমর্থকের খেতাবও গিয়েছে আর্জেন্টিনার ঝুলিতে। আর এসবের মধ্যেই মার্টিজের আবেগঘন মুহূর্ত নেট পাড়ার মন জয় করে নিয়েছে।
Comments are closed.