রাজ্য সবরকমভাবে প্রস্তুত রয়েছে, অযথা আতঙ্কিত হবেন না; অ্যাডিনো ভাইরাস প্রসঙ্গে বার্তা মুখ্যমন্ত্রীর 

অ্যাডিনো ভাইরাসের আক্রমণে কাবু রাজ্য। আক্রান্তের পাশাপাশি শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ভাইরাস মোকাবিলায় বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়ে দেন, ভাইরাস মোকাবিলায় রাজ্য সবরকমভাবেই প্রস্তুত রয়েছে। 

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই বৈঠকেই পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন, ভাইরাসের জেরে এখনও পর্যন্ত রাজ্যে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত জ্বর সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি থাকা ১২ জন শিশুর মৃত্যুর হয়েছে। যার মধ্যে দু’জন এডিনো ভাইরাস আক্রান্ত হয়ে এবং বাকি ১০ জন শিশুর কম-অরবিটিডি ছিল বলেই দাবি। 

এদিক ভাইরাস মোকাবিলায় রাজ্য সবরকমভাবে প্রস্তুত রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, হেল্প লাইন নাম্বার খোলা হয়েছে। সেই সঙ্গে রাজ্যে ৫০০ থেকে ৬০০ শিশু চিকিৎসক সবসময় প্রস্তুত রয়েছে বলেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন।  

Comments are closed.