ফের বাংলার মুকুটে নয়া পালক। বিশ্বমঞ্চে সেরার স্বীকৃতি পেতে চলেছে বাংলা। বিশ্বের সেরা সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার পেতে চলেছে বাংলা। ৭ ফেব্রুয়ারি বার্লিনে বসতে চলছে বিশ্বের সেরা পর্যটন মেলা ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম বর্স’ (আইটিবি) বসতে চলছে। সেখানে ৮ ফেব্রুয়ারি বাংলার হাতে তুলে দেওয়া হবে বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার।
রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব ট্যুরিজম বিভাগ অনুমোদিত প্যাসিফিক এরিয়া রাইটার্স অ্যাসোসিয়েশন বাংলাকে এই সম্মান দিচ্ছে। দীর্ঘ ১৮ বছর ধরে বিশ্বের সেরা পর্যটন কেন্দ্রগুলিকে পুরস্কৃত করে আসছে আন্তর্জাতিক এই সংস্থাটি। এই মঞ্চে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন পর্যটন দফতরের সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের মন্ত্রী ও অন্যান্য প্রতিনিধিরা।
এই প্রসঙ্গে পর্যটন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রথম পর্যটনের জন্য বিশ্ব মঞ্চে পুরস্কৃত হচ্ছে বাংলা। তিনি আরও জানিয়েছেন, এরফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলার পর্যটনের কথা ছড়িয়ে পড়বে। বিদেশের ভ্রমণের ম্যাগাজিনগুলিতেও উঠে আসবে বাংলার নাম। উল্লেখ্য, সাংস্কৃতিক পর্যটনকেন্দ্রগুলিকে গুরুত্ব দিতে আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে অনেক মন্দির ও মন্দির চত্বর সংস্কার করিয়েছেন। কিছু কিছু পর্যটন কেন্দ্রগুলি পুনর্গঠন করে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে।
Comments are closed.