আমাকে পছন্দ না হলে মুন্ডুটা কেটে নিন, কিন্তু এর থেকে বেশি ডিএ দেওয়া সম্ভব নয়; বিধনাসভায় সাফ জানালেন মুখ্যমন্ত্রী
বকেয়া ডিএ-এর দাবি নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। লাগাতার অনশনের পর ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্মচারীদের একাংশ। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ১০৫ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে, এর থেকে বেশি সম্ভব নয়। এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়।
আন্দোলরত সরকারি কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই ১০৫ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে। আর কত চাই? কত দিলে খুশি হবেন? দরকারে আমার মুন্ডুটা কেটে নিন। তাহলে যদি আপনারা সন্তুষ্ট হন। এখানেই না থেমে এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি দাবি করেন, দেশের কোনও রাজ্য এখন পেনশন দেয় না। আমরা দিই। তাহলে আমরা কি পেনশন দেওয়া বন্ধ করে দেব। পেনশন না দিলে রাজ্যের অনেক টাকা থাকবে। তখন ডিএ দিতে অসুবিধা হবে না।
এদিকে এদিনও ডিএ-র দাবিতে আন্দলোনরত কর্মচারীডের ধর্ণা মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা যান। এছাড়া জেল থেকে মুক্তি পেয়ে সোমবার প্রথম বিধানসভায় আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন তিনিও সরকারী কর্মীচারীদের ধর্ণা মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন।
Comments are closed.