উষ্ণতম দোলের সাক্ষী থাকলো বাংলা, মার্চ মাসেই রাজ্যে বইবে লু  

এই বছর উষ্ণতম দোলের সাক্ষী থেকেছে বাংলা। বুধবারও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে লু বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়ায় দফতর। ১১ মার্চের পর দিনের তাপমাত্রা আরও বাড়বে। কিন্তু বৃহস্পতিবার থেকে বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামিকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টি হতে পারে বীরভূম জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং- এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই বছর ছিল সবথেকে উষ্ণতম ফেব্রুয়ারি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই বছর মার্চ মাসেও তাপমাত্রার পারদ সবথেকে উর্দ্ধমুখী হবে। আই এম ডি জানিয়েছে, মার্চ মাসে দেশের বেশিরভাগ রাজ্যে তাপমাত্রার পারদ থাকবে উর্দ্ধমুখী।

Comments are closed.