কলকাতায় আসছে কালবৈশাখী, জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

জেলায় জেলায় ঝড়-বৃষ্টি হলেও ব্রাত্য ছিল কলকাতা। এবার কলকাতার জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। নামবে তাপমাত্রার পারদ। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার ও মঙ্গলবার কলুকাতার আকাশ মেঘলাই থাকবে। তবে এই সপ্তাহের প্রথম দিকেই বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে হাওয়া বদল হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ১৫ মার্চ অর্থাৎ বুধবার থেকে কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। যার ফলে কমবে তাপমাত্রার পারদ। আগামী বৃহস্পতি এবং শুক্রবার পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং হুগলির কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে সপ্তাহের শেষে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুলি জেলায় বৃষ্টিপাত হবে।

Comments are closed.