মঙ্গলবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থীদের কথা ভেবে অনেক রুটেই বাড়তি বাস, ট্রেন চলানো হচ্ছে। এবার সেই পথে হাঁটল মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী দুই শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাড়তি মেট্রো চালানো হবে।
মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী দুই শনিবার অর্থাৎ ১৮ মার্চ এবং ২৫ মার্চ অতিরিক্ত মেট্রো চালানো হবে। সকাল ১০ টা থেকে ১২টা এবং বিকেল ৩টে থেকে ৫ টা বাড়তি মেট্রো চলবে। জানা গিয়েছে, সকাল ৯টা ৫০ মিনিট এবং ১১টা ৬ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে একজোড়া বাড়তি মেট্রো চলবে। আবার সকাল ১০টা এবং ১০.৫৫ তে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে বাড়তি দুটি মেট্রো চলবে। একইভাবে ৩টে ৪ এবং বিকেল ৪টে ১৫ তে দক্ষিণেশ্বর থেকে মেট্রো চলবে এবং কবি সুভাষ থেকে ৩.১০ এবং বিকেল ৪.১২ নাগাদ দক্ষিণেশ্বরগামী দুটি মেট্রো ছাড়বে।
Comments are closed.