বৃহস্পতিবার কলকাতায় নামবে বৃষ্টি, সপ্তাহ শেষে জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার থেকেই কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে কলকাতার তাপমাত্রা একটু বেড়ছে এদিন। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বৃহস্পতিবারই কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

এরফলে কলকাতার তাপমাত্রা একধাক্কায় নেমে যেতে পারে ৪ ডিগ্রি। কলকাতার পাশাপাশি কোনও কোনও জেলায় ঝড়ের গতিবেগ বেশি থাকার ফলে কালবৈশাখীর আকার নিতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।

 

গোটা রাজ্যজুড়েই এই সপ্তাহে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়্গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার-এই জেলাগুলি ভিজতে পারে।

 

হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খন্ডে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্তও। ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে। এরফলে বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত বাংলায় দুর্যোগের আশঙ্কা থাকছে। তবে আগামী সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

Comments are closed.