১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ফের ‘দুয়ারে সরকার’ শিবির, চলবে ১০ তারিখ পর্যন্ত

রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। আগামী মাসেই চালু হচ্ছে এই শিবির। বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির।

 

রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোট। যদিও ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়নি এখনও। এরআগে এপ্রিলে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। মোট ৩২টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে বলে জানানো হয়েছে। এরমধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথীর মতন প্রকল্প। তবে রবিবার ছুটির দিন এই কর্মসূচি হবে না।

 

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে ২০২০ সালের ডিসেম্বরে রাজ্যে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন এলাকায় সরকারের পক্ষ থেকে শিবির করা হয়। সেই শিবির থেকে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা পান সাধারণ মানুষ। গত ফেব্রুয়ারি মাসে হাওড়ার পাঁচলায় একটি সভা থেকে মু‌খ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৩ মাস অন্তর দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেছিলেন। এবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হল ১ এপ্রিল থেকে চালু হবে  ষষ্ঠ দফার দুয়ারে সরকার শিবির।

 

Comments are closed.