সিকিম জুড়ে চলছে ভারী তুষারপাত। তুষারপাতের জেরে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল উত্তর-পূর্ব সিকিম। শুক্রবার সকালে সিকিম প্রশাসন একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, তুষারপাতের জেরে ছাঙ্গু, বাবা মন্দির ও নাথুলায় চলছে ভারী তুষারপাত। এর জেরে এইসব জায়গা যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এইসব জায়গা, তা পরিস্থিতি বুঝে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
এর আগে গত রবিবারও প্রবল তুষারপাতের জেরে পূর্ব সিকিমে আটকে পড়েছিলেন বহু পর্যটক। উত্তর সিকিমেও আটকে পড়েন বহু পর্যটক। বুধবার নাথুলা ও ছাঙ্গু থেকে ফেরার পথে আটকে পড়ে বহু গাড়ি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে প্রবল তুষারপাত হচ্ছে সিকিমে। কয়েকদিন আগে সিকিমের বিভিন্ন অংশে পর্যটকদের ২০০ টি গাড়ি আটকে পড়ে। সেনা আধিকারিকরা জানায়, তুষারপাতের কারণে, গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। কারণ গ্যাংটকের সংযোগকারী একমাত্র রাস্তা জওহরলাল নেহেরু মার্গে গাড়ি বারবার পিছলে যাচ্ছিল।
প্রায় ১০০০ জন পর্যটক আটকে পড়েন বিভিন্ন জায়গায়। সেনা গিয়ে উদ্ধার করে পর্যটকদের। সেনা ছাউনিতে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
Comments are closed.