দেশের জার্সিতে ১০০ টি গোলের রেকর্ড গড়েছেন আগেই। বিশ্বের তৃতীয় ফুটবলার হিসাবে দেশের জার্সিতে এই নজির গড়েছেন লিও। এবার সেই আর্জেন্টিনার মাটিতেই কুরাসাওয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন ফুটবলের ম্যাজিক ম্যান। যা নিয়ে সমাজ মাধ্যমে নিজেই উচ্ছাস প্রকাশ করেছেন।
বিশ্বকাপের পর এই প্রথম দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন মেসিরা। ফ্রেন্ডলি ম্যাচ হলেও বিশ্বকাপের পর টিম আর্জেন্টিনা একসঙ্গে থাকায়, ম্যাচ দুটিতে বাড়তি মাত্রা যোগ হয়েছিল। তার ওপরে কুরাসাওয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মেসির হ্যাটট্রিক সব মিলিয়ে অন্য মাত্রা যোগ করেছিল। ম্যাচের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও নিজের উচ্ছাস প্রকাশ করে বলেন, আমরা এখনই আমাদের উদযাপন বন্ধ করছি না। যোগ্য দল হিসাবেই আমরা বিশ্বকাপ জয়ী হয়েছি। আমাদের আশা এরকম ভাবেই মেসি আরও গোল করবেন। আরও রেকর্ড গড়বেন।
উল্লেখ্য, দেশের জার্সিতে ১০০ টি গোল করার রেকর্ড আর যে দু’জন খেলোয়াড়ের রয়েছে, তাঁরা হলেন, ক্রিশিয়ানো রোনাল্ডো এবং ইরানের আলি দায়ি। এবার তৃতীয় ফুটবলার হিসেবে সিআরসেভেনের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন আর্জেন্টিনার অধিনায়ক।
Comments are closed.