শনিবার থেকে বাড়ছে পার্কিং ফি। নতুন অর্থবর্ষ থেকে বর্ধিত হারে পার্কিং ফি নেওয়া হবে। এতদিন দুচাকার গাড়ির ক্ষেত্রে একঘণ্টা পিছু দিতে হত ৫ টাকা। কিন্তু ১ এপ্রিল থেকে দিতে হবে ১০ টাকা। চার চাকার গাড়ির ক্ষেত্রে প্রতি ঘণ্টায় দিতে হত ১০ টাকা। ১ এপ্রিল থেকে দিতে হবে ২০ টাকা। বাস, লরি পার্কিং-এর ক্ষেত্রে ২০ টাকা দিতে হত আগে। এখন দিতে হবে ৪০ টাকা।
জানা গিয়েছে, দুই চাকা গাড়ির ক্ষেত্রে পার্কিং-এ ৩ ঘণ্টা রাখলেই দিতে হবে ৪০ টাকা। ৪ ঘণ্টা রাখলে দিতে হবে ৬০ টাকা, ৫ ঘণ্টার জন্য ৮০ টাকা আর ৫ ঘণ্টা পেরিয়ে গেলেই ঘণ্টা পিছু দিতে হবে ৫০ টাকা।
চার চাকা গাড়ির ক্ষেত্রে ২ ঘণ্টার জন্য দিতে হবে ৪০ টাকা। ৩ ঘণ্টার জন্য দিতে হবে ৮০ টাকা, ৪ ঘণ্টার জন্য দিতে হবে ১২০ টাকা ও ৫ ঘণ্টার জন্য দিতে হবে ১৬০ টাকা। আর ৫ ঘণ্টা পেরিয়ে গেলেই দিতে হবে ঘণ্টা পিছু ১০০ টাকা। বাস বা লরির ক্ষেত্রে ঘণ্টা পিছু নেওয়া হত ২০ টাকা করে নেওয়া হলেও ৪ ঘণ্টা পার্কিং করলে ২৪০ টাকা নেওয়া হবে। পাঁচ ঘণ্টার জন্য নেওয়া হবে ৩২০ টাকা। পাঁচ ঘণ্টা পেরিয় গেলে ঘণ্টা পিছু ২০০ টাকা করে নেওয়া হবে।
পুরকর্তারা জানিয়েছেন, শহরে বাড়ছে যানবাহনের সংখ্যা। এরফলে বাড়ছে দূষণ। পার্কিং ফি বাড়ালে শহরের রাস্তায় কম গাড়ি বেরোবে। এরফলে কমবে দূষণ। রাস্তায় বেশি গাড়ি রাখলে যান চলাচলের জায়গা কমে যায়।
Comments are closed.