‘ইট রাইট ইন্ডিয়া’ প্রতিযোগিতায় যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করলো মালদা জেলা। খাদ্য ও সুরক্ষা বিষয়ক এই প্রতিযোগিতার আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার। গত দুই বছর ধরে এই প্রতিযোগিতা হচ্ছে। এই বছর দেশের ২৬০ টি জেলা এই প্রতিযোগিতায় অংশ নেয়। যুগ্মভাবে তৃতীয় হয়েছে বারাণসী ও মালদা জেলা। আগামী ৭ জুন ফুড সেফটি দিবস। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই দিন এই পুরস্কার তুলে দেওয়া হবে।
খাদ্য সুরক্ষা বিষয়ে লাইসেন্স প্রদান, রেজিস্ট্রেশন, খাদ্য সামগ্রীর গুণগত মান যাচাই, জেলার বিভিন্ন খাবারের দোকান, রেস্ট্রুরেন্টগুলির পরিস্কার ও পরিচ্ছন্নতা, এইসব বিষয় মাথায় রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মালদা জেলা খাদ্য সুরক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ১ মে থেকে ১৫ নভেম্বর ২০২২ সাল পর্যন্ত ৬ মাস ধরে বিভিন্ন কাজের ওপর ভিত্তি করে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দফতর। বিভিন্ন বিষয়ের ওপর মোট ২০০ নম্বরের এই প্রতিযোগিতার আয়োজন করেছিল কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দফতর। এরমধ্যে মালদা ও বারাণসী জেলা পেয়েছে ১৯২ নম্বর। প্রথম স্থান অধিকার করেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলা।
খাদ্য দফতর ছাড়াও এই পুরস্কার লাভের জন্য মালদা জেলার প্রতিটা ব্যবসায়ীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পুরস্কার পেয়ে খুশি মালদা জেলার ব্যবসায়ী মহল।
Comments are closed.