সিকিমে তুষারধসে মৃত কমপক্ষে ৬ জন, আহত ১১ জন, আটকে রয়েছেন ৮০ জন পর্যটক

পূর্ব সিকিমে ভয়াবহ তুষার ধসে কমপক্ষে ৬ জনের মৃত্যু। মঙ্গলবার ছাঙ্গু লেক যাওয়ার পথে নাথুলা বর্ডারের কাছে তুষারধস হয়। আটকে পড়েন বহু পর্যটক। মৃত্যু হয়েছে ৬ পর্যটকের। এখনও পর্যন্ত আহত হয়েছেন ১১ জন। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ শুরু হয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে।

সোমবার সকাল থেকে পূর্ব সিকিমের বিভিন্ন জায়গায় তুষারপাত শুরু হয়। পূর্ব সিকিমের নাথুলা, বাবা মন্দির ও ছাঙ্গু এলাকায় শুরু হয় তুষার বৃষ্টি।  সোমবার দুপুরে নাথুলা এলাকায় প্রবল তুষারধস শুরু হয়। মৃত্যু হয় ৬ পর্যটকের। তাঁদের মধ্যে চারজন পুরুষ, একজন মহিলা ও একজন শিশু। আহতদের ভর্তি করা হয়েছে গ্যাংটকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যে ২২ জনের মতো পর্যটককে উদ্ধার করা হয়েছে এবং কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এক মহিলাকে বরফের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। যদিও ওই মহিলার অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এছাড়াও, ৩৫০ জন আটকে পড়া পর্যটক এবং ৮0টি গাড়িকে উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন পর্যটক আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Comments are closed.