নববর্ষে শহরের বস্তি এলাকায় জ্বলবে সৌর আলো। এমনই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। বায়ুদূষণের কমাতে এই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।
কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার (বস্তি) জানিয়েছেন, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ৩০টি বস্তি এলাকায় চিহ্নিত করা হয়েছে। যেখানে সৌর আলো লাগানো হবে। উত্তর কলকাতার গিরিশ পার্ক, শ্যামবাজার এলাকার বস্তি ছাড়া দক্ষিণ কলকাতার খিদিরপুর ঢাকুরিয়া, কালীঘাট এলাকার বস্তিতে লাগানো হবে সৌর আলো।
জানা গিয়েছে, কলকাতায় ৩ লক্ষ ল্যাম্পপোস্ট রয়েছে। এই ল্যাম্পপোস্ট গুলি থেকে ৭০০ মেট্রিক টন কার্বন বায়ুমণ্ডলে প্রবেশ করে। পরিবেশবিদরা জানিয়েছেন, এই কার্বণ উষ্ণায়নের কারণ। তাই বস্তি এলাকার বিভিন্ন গলিতে পাইলট প্রোজেক্ট হিসেবে সোলার পাওয়ার প্ল্যান্ট বসাতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। বস্তি এলাকার বিভিন্ন গলিতে যেসব নতুন লাইটপোস্ট বসানো হবে, সেইসব লাইটপোস্টের মাথায় থাকবে সোলার প্লেট। গ্রীষ্মের রোদে এই সোলার প্লেটগুলি ২০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।
উল্লেখ্য, এর আগে কলকাতা শহরের আটটি পার্কে পুরসভার তরফে সৌর আলো বসানো হয়েছিল। মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, কলকাতা পুরসভা এলাকায় প্রায় ৩ লক্ষ ল্যাম্পপোস্ট রয়েছে। এরমধ্যে ১ লক্ষ ৬০ হাজার ল্যাম্পপোস্টে এলইডি লাইট লাগানো হয়েছে। এরফলে চলতি বছর প্রায় ৪ কোটি টাকা ইলেকট্রিক বিল বাঁচিয়েছে কলকাতা পুরসভা।
Comments are closed.