আর কিছু ক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টি হতে পারে। সম্ভবনার কথা জানাল হাওয়া অফিস। আর দু থেকে তিন ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি শুরু হতে পারে। সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া। তবে তিন জেলার এই বৃষ্টির জেরে কি তীব্র দাবাদহ থেকে কিছুটা স্বস্তি মিলবে?
এপ্রিলের শুরু থেকেই তেঁতে উঠেছে দক্ষিণবঙ্গ। কয়েক দিনের গরমে নাজেহাল শহরবাসী। এই অবস্থায় বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা। যদিও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই বিক্ষিপ্ত বৃষ্টিতে স্বস্তি মিলবে না। বরং কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও গরম বাড়বে। আশঙ্কা বাড়িয়ে হাওয়া অফিস এও জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলোতে পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ফলে বৃষ্টি পড়লেও তীব্র গরমের হাত থেকে এখনই রেহাই নেই।
Comments are closed.