স্মার্ট ফোনেই কাটা যাবে টিকিট, রোগী সুবিধায় বিশেষ উদ্যোগ নিচ্ছে SSKM 

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। স্মার্ট ফোনের সাহায্যে কিউআর কোড স্ক্যান করেই আউটডোর বিভাগের জন্য টিকিট কাটা যাবে। রোগীদের সুবিধার্থে এমন নয়া উদ্যোগ শুরু করল এসএসকেএম হাসপাতাল। জানা গিয়েছে, সোমবার থেকেই পাইলট প্রজেক্ট হিসেবে কিউআর কোডের সাহায্য আউটডোর বিভাগে টিকিট কাটা শুরু হয়েছে। 

জানা গিয়েছে, হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় কিউআর কোডের ছবি থাকছে। স্মার্ট ফোনের সাহায্যে সেই কোড স্ক্যান করলেই রোগীরা একটি নির্দিষ্ট ফর্ম পাবেন তাঁদের ফোনে। সেই ফর্মটি পূরণ করতে হবে, সঙ্গে ফর্মেই আধার কার্ড নাম্বারের পাশাপাশি কোন বিভাগে ডক্টর দেখতে চাইছেন, সে সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। এরপর অনলাইনেই ফর্মটি পূরণ করার পর একটি রেজিস্ট্রেশন নম্বর মিলবে। নির্দিষ্ট কাউন্টারে গিয়ে সেই রেজিস্ট্রেশন নম্বর জানালে টিকিটের প্রিন্টআউট পেয়ে যাবেন রোগী। 

সোমবার থেকেই এসএসকেএম হাসপাতালে এই পরিষেবা শুরু হয়েছে। সারাদিন মোট ১১৮টি টিকিট কাটা হয়েছে এই কিউআর কোড ব্যবহার করে। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে এটি ক’দিন চলবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।  

Comments are closed.