কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি, পশ্চিমের জেলাগুলোতে জারি তাপপ্রবাহ; তীব্র গরম থেকে স্বস্তি মিলবে কবে?
চৈত্রেই চাঁদিফাটা গরম। গোটা দক্ষিণবঙ্গ কার্যত পুড়ছে। বুধবার বেলার শুরুতেই কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁয়েছে বলে খবর। আশপাশের জেলাতেও তীব্র গরম। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। এদিকে তীব্র গরম থেকে কবে সামান্য স্বস্তি মিলবে সেদিকেই তাকিয়ে এখন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
বুধবার হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এখনই এই তীব্র গরমের হাত থেকে রেহাই নেই। শেষ পাওয়া খবর অনুযায়ী, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভবনা নেই। উপরন্তু আশঙ্কার খবর, তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। পশ্চিমের জেলাগুলোর পাশাপাশি কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোতেও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তীব্র গরমে সুস্থ থাকতে স্বাস্থ্য দফতরের তরফে একাধিক গাইড লাইন জারি করা হয়েছে।
এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। তবে আবহাওয়া দফতরের দাবি অনুযায়ী, বেলা বাড়ার সঙ্গে কলকাতার তাপমাত্রা হুড়হুড়িয়ে বাড়ছে। এদিন বেলা ১২ টার আগেই শহরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলে খবর। সব মিলিয়ে এই তীব্র গরম থেকে এখনই রাজ্যবাসীর রেহাই নেই।
Comments are closed.