সকাল থেকে তীব্র তাপ্রবাহ। রোদের দাপটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। শুক্রবার সকালেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি। সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। রোদের তেজে সকালে অফিস যাত্রীদের নাজেহাল অবস্থা।
কলকাতার পাশাপশি জেলাগুলোতেও তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী। আসানসোলে বৃহস্পতিবার তাপমাত্রা ছুঁয়েছিল ৪০ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতর আগেই রবিবার পর্যন্ত একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল। হাওয়া অফিস আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতন জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম সহ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস জারি হয়েছিল। দক্ষিণবঙ্গের পাশাপশি উত্তরবঙ্গেও বেড়েছে তাপমাত্রার পারদ। মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রার পারদ বেড়েছে।
রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রার পারদ।
Comments are closed.