শুক্র-সকালে বেলুড়ে মঠে রাজ্যপাল; যোগ দিলেন বিশেষ অনুষ্ঠানে 

চৈত্র সংক্রান্তির সকালে আচমকা বেলুড় মঠে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কয়েক দিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে মঠে এসেছিলেন তিনি। এদিন সকালে হঠাৎ কেন মঠে এলেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

বেলুড় মঠ সূত্রে খবর, এদিন কোচির রামকৃষ্ণ মিশনের এক অনুষ্ঠান উপলক্ষ্যে মঠে এসেছিলেন তিনি। কেরলের কোচির রামকৃষ্ণ মিশনের ৭৫ বছর পূর্তি এবং রামকৃষ্ণ মিশন আন্তর্জাতিক আন্দোলনের ১২৫ তম বছর এটি। কোচির রামকৃষ্ণ মিশন অনুষ্ঠানের সূচনা উপলক্ষ্যেই কোচির মহারাজদের হাতে কলসভরা গঙ্গার জল তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

জানা গিয়েছে, কোচির রামকৃষ্ণ মিশনের মহারাজরা চেয়েছিলেন বেলুড় মঠের মায়ের ঘাটের গঙ্গাজলে ৭৫ বছরের অনুষ্ঠানের শুভ সূচনা হোক। সেই মতোই বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালকে বেলুড় মঠে আসার আমন্ত্রণ জানান কোচির মহারাজরা।

এদিন সকালে সাড়ে আটটা নাগাদ বেলুড় মঠে পৌঁছে যান রাজ্যপাল। তাঁর হাতে গঙ্গার জলের কলসি তুলে দেন মঠের মহারাজরা। সেই কলস কোচির মহারাজদের হাতে তুলে দেন রাজ্যপাল।

 

Comments are closed.