আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে ‘লু’ বইবে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর

অসহ্য গরমে নাজেহাল বাংলার মানুষ। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে ‘লু’ বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। প্রায় ১৪ টি জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ডিগ্রির ওপর। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি পেরিয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চড়ছে তারপমাত্রার পারদ। তবে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর ছাড়া অন্যন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি। এই অবস্থায় সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বাইরে না বেরোনোর কথা বলেছেন চিকিৎসকরা।

 

এদিন বাঁকুড়ায় তাপমাত্রা ৪২.১ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিং-এ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। মগরায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়েছে। পানাগড়ে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ৪১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। ব্যারাকপুরে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস ও শ্রীনিকেতনে তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে। উত্তরবঙ্গের মধ্যে বালুরঘাটে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ও মালদায় তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস ও
জলপাইগুড়িতে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

Comments are closed.