বাংলার কয়েকটি জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি, আরও ৮ রাজ্যে সতর্কতা জারি মৌসম ভবনের

গরমে হাসফাঁস অবস্থা সকলের। সকাল থেকেই রোদের তেজ। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় দেশের ৯ জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। এই ৯ রাজ্যের মধ্যে রয়েছে বাংলাও। বাংলা ছাড়া বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সিকিম, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

 

বাংলায় কোনও কোনও জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পাসাপাইসি পারদ চড়ছে উত্তরবঙ্গেও। এদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় কমলা সতর্কতা করি করা হয়েছে। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় কমলা সতর্কতা জাতি করা হয়েছে।

উল্লেখ্য,  রবিবার মহারাষ্ট্রে তীব্র গরমে মৃত্যু হয়েছে ১৩ জনের।

Comments are closed.