আজই খুশির ইদ পালিত হচ্ছে তিন দেশে, ভারতে কবে জানুন

আজ অর্থাৎ শুক্রবার খুশির ইদ পালিত হচ্ছে তিন দেশে। বৃহস্পতিবার রাতে ইদের চাঁদের দেখা মিলেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমীরশাহি ও কাতারে। তাই এই তিন দেশে শুক্রবার পালিত হচ্ছে খুশির ইদ। তবে ভারতে এখনও ইদের চাঁদ দেখা যায়নি।মনে করা হচ্ছে ভারতে শুক্রবার দেখা যেতে পারে খুশির ইদের চাঁদ। সেইক্ষেত্রে শনিবার খুশির ইদ পালিত হবে ভারতে।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, বছরের নবম মাস হল পবিত্র রমজান। এই মাসে রমজান পালন করেন মুলসিম সম্প্রদায়ের মানুষজন। সুর্যোদয়ের আগে খাবার খেয়ে নেন তাঁরা। আর সুর্যাস্তের পর ফের খাবার খান তাঁরা। এই মাঝের সময় নির্জলা উপবাস করতে হয় তাঁদের। থুথু পর্যন্ত গিলতে পারেননা তাঁরা। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, নবম মাস পবিত্র রমজানের পর দশম মাস শাওয়াল মাস। এই মাসের প্রথম দিন পালিত হয় খুশির ইদ।

তবে খুশির ইদ শুক্রবার এই তিন দেশে পালিত হলেও অনেক দেশে ইদ পালিত হবে শনিবার। ফিলিপিন্স, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া ও তাইল্যান্ডের মত দেশে ইদ পালিত হবে শনিবার। সেইক্ষেত্রে মনে করা হচ্ছে শুক্রবার রাতে চাঁদের দেখা পাওয়া যাবে।

Comments are closed.