চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করে চম্পট দিয়েছিল চোর। ট্রেন থেকে নেমে সেই চোরকে ধরে ফেললেন এক মহিলা। গা শিউরে ওঠা এই ঘটনা শিয়ালদহ দক্ষিণ শাখার লোকাল ট্রেনে। কিন্তু শেষরক্ষা হয়নি।
শিয়ালদহ থেকে ওই লোকাল ট্রেনেই উঠেছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের নার্স মেঘা মণ্ডল। সোনারপুরে নামার কথা ছিল তাঁর। কিন্তু ট্রেন মাতলা হল্ট স্টেশনে ঢোকার আগেই ওই মহিলার মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় এক ছিনতাইবাজ। সাহসিকতার সঙ্গে ওই মহিলা ট্রেন থেকে ঝাঁপ দেন। ছিনতাইবাজকে ধরেও ফেলেন তিনি। কিন্তু ছিনতাইবাজ গলা টিপে ধরেন মেঘা মণ্ডল নামে ওই নার্সের। ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আহত হয়েছিলেন তিনি।
এরপর ছিনতাইবাজ গলা টিপে ধরায় যন্ত্রনায় ছটফট করতে করতে ছিনতাইকারীর হাত ছেড়ে দেন তিনি। তাঁকে উদ্ধার করেন ট্রেনের অন্যান্য যাত্রীরা। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হইয় তাঁকে। চিকিৎসা চলছে তাঁর। অবস্থা এখন স্থিতিশীল তাঁর। তবে মেঘা মণ্ডলের অভিযোগ, ট্রেনের অন্যান্য সহযাত্রীরা পুরো ঘটনা চোখের সামনে দেখলেও সাহায্য করতে এগিয়ে আসেননি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
Comments are closed.