এবার থেকে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে আস্ত আদালত, কবে থেকে মিলবে পরিষেবা 

শনিবার থেকে ‘মোবাইল লোক আদালত’ পরিষেবা শুরু হচ্ছে শহরে। একটি আস্ত আদালত আপনার নাগালের মধ্যে। ততটা গুরুত্বপূর্ণ নয় এমন একাধিক মামলার নিষ্পত্তি হবে এই মোবাইল লোক আদালতে। 

এদিন সকাল ১০টা নাগাদ ওই মোবাইল লোক আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগর দায়রা আদালতের মুখ্য বিচারপতি সিদ্ধার্থ কাঞ্জিলাল। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিচারপতি এবং আইনজীবীরা। জানা গিয়েছে, প্রথমে এই মোবাইল আদালতটি মহাকরণের সামনে থাকবে কিছুক্ষণ, তারপর ধর্মতলা হয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে। 

নগর দায়রা আদালত সূত্রে আরও খবর, মূলত ট্রাফিক আইন সংক্রান্ত মামলাগুলির এই আদালতে শুনানি হবে। বাদী বিবাদী দুই পক্ষই এই মোবাইল আদালতে এসে চট চলদি মামলার নিষ্পত্তি করতে পারবেন। একই সঙ্গে ট্রাফিক আইন ভাঙলে ধার্য জরিমানার থেকে বেশি টাকা যদি কোনও ট্রাফিক পুলিশ নেন, সেক্ষেত্রেও চালকরা মোবাইল আদালতে গিয়ে নিজেদের অভিযোগ জানাতে পারবেন।

পথ যাত্রীদের একাংশের বক্তব্য, এই পরিষেবা চালু হলে তাঁরা ভোগান্তির হাত থেকে অনেকটা রেহাই পাবেন। মূলত ট্রাফিক সংক্রান্ত ফাইনগুলির ক্ষেত্রে আদালতে যেতে হলে সেক্ষেত্রে অনেকটাই সময় চলে যেত। এই পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যা মিটবে বলে আশাবাদী অনেকে। 

Comments are closed.