রাজ্যের রাজনৈতিক পালাবদলের অন্যতম ভরকেন্দ্র। সেই সিঙ্গুর। এবার সেখানেই গড়ে উঠতে চলেছে পূর্ব ভারতের বৃহত্তম সব্জি মান্ডি। উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, প্রায় ৮০০ ছোটবড় কৃষিপণ্য ব্যবসায়ী যুক্ত হতে চলেছে। রাজ্যের উদ্যোগে ইতিমধ্যেই সিঙ্গুরের ইন্দ্রখালিতে এক বিশাল পরিকাঠামো গড়ে উঠছে। জানা গিয়েছে সব্জি মান্ডির জন্য হিমঘর, দমকল কেন্দ্র, ছোট হাসপাতাল, পার্কিং জোন, বিদ্যুৎ-এর সাব স্টেশন সবই থাকছে। সব ঠিক থাকলে আগামী দেড় বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে।
সব্জি মান্ডির জন্য ৭৫০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। গ্রেটার কলকাতা ফ্রুট, পটাটো, অনিয়ন এন্ড ভেজিটেবল, লেমন মার্চেন্ড এসোসিয়েশন উদ্যোগ নিচ্ছে। সম্পুর্ন প্রকল্পটির জন্য ৩৪০ বিঘা জমি চিহ্নিত করা হয়েছে। এবং পুরো প্রকল্পটি বাস্তবায়ন হলে দেড় লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে বলে দাবি কৃষি দফতরের। এই বিরাট কর্মকান্ডের জেরে ব্যবসায়ীদের পাশাপাশি কৃষকরাও উপকৃত হবে বলে আশাবাদী রাজ্য।
Comments are closed.