কলকাতায় ৫০০ বর্গফুটের কম দোকানগুলিকে আর দিয়ে হবে না ময়লা পরিষ্কার ও পানীয় জলের ফি

কলকাতা পুরসভার আওতায় থাকা ৫০০ বর্গফুটের কম দোকানগুলি থেকে নেওয়া হবে না ময়লা পরিষ্কার ও পানীয় জলের ফি। শুধুমাত্র এইসব দোকান থেকে ট্রেড লাইসেন্সের ফি নেওয়া হবে। সোমবার এই নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় ৫০০ বর্গফুটের কম দোকানের ক্ষেত্রে শুধুমাত্র ট্রেড লাইসেন্সের ফি নেওয়া হবে।

 

এই নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ছোট ব্যবসায়ীদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট ছাড়া ৫০০ বর্গফুটের কম দোকানের ক্ষেত্রে নিকাশি ও আবর্জনা পরিষ্কার ও পানীয় জলের ক্ষেত্রে কোনও ফি দিতে হবে না। শুধুমাত্র ট্রেড লাইসেন্সের ফি দিলেই হবে।

 

তিনি আরও বলেন, বড় দোকানে খাবারের উচ্ছিষ্ট জমে, পানীয় জল বেশি লাগে। তাই তাদের ট্রেড লাইসেন্স ছাড়া অন্য ফি দিতে হবে। কিন্তু ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে সেটা আর লাগবে না।

 

ট্রেড লাইসেন্স নিয়ে সোমবার সকাল থেকে কলকাতা পুরসভার ঝামেলা চলছিল। মেয়র পারিষদের একটি বৈঠক হয়। সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments are closed.