গত কয়েকদিনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জেরে উধাও হয়েছে তীব্র দাবদহ। বুধবার থেকেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রায় সম জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবত তৈরির কথা জানাল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, শনিবার বঙ্গোপসাগরে ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে। যা সোমবার নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে ফের একবার লাগাতার বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।
আবহাওয়ার পরিবর্তনের সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখছে নবান্ন। মঙ্গলবারও মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আবহাওয়ার পূর্বাভাস দেখে যেন মিটিং মিছিলের পরিকল্পনা করা হয়।
এদিকে গরম নিয়েও কিছুটা স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন হবে। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত না হলে, ঝড়-বৃষ্টির পরিমাণও অনেকটাই কমবে। জেলায় জেলায় কিছুটা তাপমাত্রাও বাড়তে পারে। যদিও তাপমাত্রা বাড়লেও তা ৪০ ডিগ্রি পর্যন্ত যাবে না বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। যার ফলে তীব্র দাবাদহ থেকে হয়তো পাকাপাকিভাবে রেহাই পেতে চলেছে রাজ্যবাসী।
Comments are closed.