মাধ্যমিকে কৃতীদের ফোন করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী; আমন্ত্রণ করলেন সংবর্ধনা অনুষ্ঠানেও 

প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিকের ফল। ১ থেকে ১০-এর মধ্যে রয়েছেন ১১৮ জন পড়ুয়া। এবার তাঁদের অনেককেই ফোন করলেন খোদ মুখ্যমন্ত্রী। সরাসরি কথা বললেন কৃতীদের সঙ্গে। রাজ্যের প্রশাসনিক প্রধানের ফোন পেয়ে স্বাভাবিক কারণেই উচ্ছাসিত পড়ুয়ারও। 

বাঁকুড়া মিশন গার্লস স্কুলের ছাত্রী অন্বেষা। পরীক্ষায় পঞ্চম হয়েছেন তিনি। এদিন তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী। অন্বেষা জানান, মুখ্যমন্ত্রীর ফোন আসবে তিনি তা ভাবতেই পারেননি। মুখ্যমন্ত্রীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন অন্বেষা। অন্বেষার বাবার সঙ্গেও মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। মিশন গার্লস স্কুলের মেধাবী ছাত্রী জানান, তাঁর নামের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আগামী ৬ তারিখ ধনধান্য স্টেডিয়ামে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। তাতে অন্বেষা ও তাঁর পরিবারকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

কিছুটা একই ঘটনা ঘটেছে বনগাঁ শহরের বাসিন্দা সমাদৃতা সেনের সঙ্গে। সমাদৃতা এবারে চতুর্থ হয়েছে। মেয়ের সাফল্যে যখন পরিবারে উৎসবের মেজাজ, মুখ্যমন্ত্রীর ফোন আসে তাঁর কাছে। সমাদৃত জানিয়েছেন, তাঁর বাবার ফোনে মুখ্যমন্ত্রীর ফোন আসে। প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। বলেন, এই খুশি যে কীভাবে প্রকাশ করব ভাবতেই পারছি না। সমাদৃতাকেও সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সেদিনই সকলের সঙ্গে সামনাসামনি দেখা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। 

Comments are closed.