১২ বছর আগে আজকের দিনে মুখ্যমন্ত্রী পদে শপথ; ট্যুইটে স্মরণ করে ‘এজেন্সি রাজ’র বিরুদ্ধে সরব তৃণমূলনেত্রী

২০১১-এর ১৪ মে। ৩৪ বছরের লাল দূর্গের পতন ঘটিয়ে তৃণমূলের সরকার প্রতিষ্ঠা করেছিলেন মমতা ব্যানার্জি। ঠিক ১২ বছর আগে আজকের দিনে ২০ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। সেই দিনটির কথা স্মরণ করে ট্যুইট করলেন তৃণমূলের সর্বময় কর্তী। সেই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেও সুর চড়ালেন মমতা ব্যানার্জি। 

মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছেন, ২০১১ এর আজকের দিনে ৩৪ বছরের সিপিএম সরকারকে হঠিয়ে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠার শপথ নিয়েছিলাম আমরা। জনগণের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তাঁদের সেবায় নিজেদের নিয়োজিত করেছি। এরপরেই মোদী সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর তোপ, কেন্দ্রের এজেন্সি রাজ আমাদের নানাভাবে বাধা দিচ্ছে। কিন্তু তারপরেও দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে। ২০ মে দীর্ঘজীবী হোক।

উল্লেখ্য, শনিবারই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে তলব করেছে সিবিআই। নিয়োগ মামলা এবং ধৃত কুন্তল ঘোষের মন্তব্য ও অভিযোগ প্রসঙ্গে অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। এ নিয়ে শুক্রবারও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলনেত্রী। এদিন ফের একবার সেই ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ শানালেন তিনি। 

Comments are closed.