সপ্তাহের প্রথম দিনেই দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা। নৈহাটির কাছে সিগন্যাল বিকল হওয়ার জেরে শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল থমকে গেল। যার জেরে সোমবার সকাল থেকেই ভোগান্তির মুখে ওই রুটের নিত্যযাত্রীরা। কিছু কিছু ট্রেন চলাচল করলেও তাও বেশ অনেকটা লেটে চলছে বলে যাত্রীরা জানাচ্ছে।
রেলের তরফে জানানো হয়েছে, সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে। ইতিমধ্যেই রেলের উচ্চ আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। কী কারণে সিগন্যালিং ব্যবস্থায় এমন বিভ্রাট দেখা দিয়েছে, তা খুঁজে দেখছেন ইঞ্জিনিয়াররা। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত শিয়ালদহের মেন্ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। সিগন্যাল বিভ্রাটের জেরে ২০ টি লোকাল ট্রেন এবং সাতটি এক্সপ্রেস ট্রেন দেরিতে চলছে।
সপ্তাহের প্রথম দিনে শিয়ালদহের ব্যস্ত শাখায় ট্রেন বিভ্রাটের জেরে সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। কোনও যাত্রীর অভিযোগ ট্রেন ৩০ মিনিট দেরিতে চলছে, কারোর কারোর অভিযোগ ট্রেন প্রায় ১ ঘটনা দেরিতে চলছে। এই অবস্থায় রেলের তরফে যাত্রীদের আশ্বাস দেওয়া হলেও, কখন ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে তা নিয়ে এখনও কোনও খবর জানা যায়নি।
Comments are closed.