ভারতীয় ডাক বিভাগ ফের নিয়োগ করতে চলছে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ ডাক সেবক বিভাগে লোক নেওয়া হবে। ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য প্রায় ১২,৮২৮টি শূন্যপদ তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তিত অনুযায়ী, আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়েস ১৮ থেকে ৪০-এর মধ্যে হতে হবে। অবশ্যই কম্পিউটার জানতে হবে। এবং যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাস হতে হবে। সংরক্ষিত বিভাগের আবেদনকারীদের জন্য বয়সের ছাড় রয়েছে। জানা গিয়েছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য প্রতিমাসে বেতন দেওয়া হবে ১২ হাজার থেকে ২৯,৩৮০ টাকা। এদিকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের বেতন ১০ হাজার থেকে ২৪,৪৭০ টাকা।
ইন্ডিয়ান পোস্ট বা গ্রামীণ ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। ডাক বিভাগের হোম পেজে গিয়ে ক্লিক করলেই যাবতীয় তথ্য পেয়ে যাবেন আবেদনকারী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুটি পদের জন্য আবেদনের শেষ তারিখ ১১ জুন।
Comments are closed.