আকাশের মুখ ভার, কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টি একাধিক জেলায়! আর কী জানাল হাওয়া অফিস 

শনিবার বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই মতোই সকালের কিছু পর থেকে কলকাতা ও আশেপাশের জেলায় আকাশের মুখ ভার। ইতিমধ্যেই কলকাতার কয়েক জেলায় একদফা বৃষ্টি হয়ে গিয়েছে। এর মধ্যেই কলকাতা সহ আশেপাশের কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি আসতে পারে বলে আবহাওয়ায় দফতর জানিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে হাওড়া এবং দুই ২৪ পরগনাতে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়।

হাওয়া অফিস আরও জানিয়েছে, শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে

হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমান। সেই সঙ্গে বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভবনা। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানা গিয়েছে। 

এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলায় জেলায়ও বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।

Comments are closed.