ডিএ-এর দাবিতে দীর্ঘদিন ধীরে আন্দোলন করেছেন সরকারি কর্মচারীদের একাংশ। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে বকেয়া ডিএ-এই দাবিতে অনড় আন্দোলনকারীরা। অন্যদিকে রাজ্য সরকারও কড়া অবস্থান নিয়েছে। এই অবস্থায় একবার ডিএ আন্দোলনকারীদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের বৈঠক হলেও রফাসূত্র মেলেনি। বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই অবস্থায় মঙ্গলবার জানা গেল, ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী। ফলে স্বাভাবিককারণেই সকলেই তাকিয়ে সেই বৈঠকের দিকে।
জানা গিয়েছে, বুধবার নবান্নে এই বৈঠক হবে। দুপুর তিনটে নাগাদ আন্দোলনকারীদের একাংশের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছেন, ওদের কয়েকজন কথা বলতে চেয়েছেন। কথা বলব।
রাজ্য সরকার ডিএ নিয়ে প্রথম থেকেই অবস্থানে অনড়। রাজ্যের বক্তব্য, ডিএ ঐচ্ছিক বিষয়। বাধ্যতামূলক নয়। এদিকে আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারের কর্মীদের। সব মিলিয়ে বুধবারের বৈঠকে কোনও সমাধানের রাস্তা মেলে কিনা এখন সেটাই দেখার।
Comments are closed.